সকল মেনু

সালেক খোকনের নতুন বই-‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’

স্বাধীনতার মাসেই প্রকাশিত হয়েছে লেখক ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক সালেক খোকনের নতুন গবেষণাগ্রন্থ ‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’।

মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের ইতিহাস, আমাদের শেকড়। উনিশশ একাত্তরে মুক্তির লড়াইয়ে আমাদের বিজয়ের পেছনে ছিল বহু মুক্তিযোদ্ধার দুঃসাহসী অংশগ্রহণ। কিন্তু সমাজের কোন শ্রেণির মানুষ, কীভাবে এবং কোথায় ট্রেনিং নিয়েছিল? সেই ট্রেনিং কি খুব সহজ ছিল? ট্রেনি শেষে কোন কোন এলাকায় কীভাবে লড়াই করে মুক্তিযোদ্ধারা? সে লড়াই কতটা ভয়ার্ত ছিল? সাধারণ মানুষ কীভাবে যুক্ত ছিল রণাঙ্গনে?

এমন নানা প্রশ্নের উত্তর খুঁজতেই লেখক প্রায় শতাধিক মুক্তিযোদ্ধার মুখোমুখি হয়েছেন গত পাঁচ বছরে। যোদ্ধার চোখে দেখার চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে। তাদের সেই ভাষ্য থেকেই ৬৬টি শিরোণামে মুক্তিযুদ্ধের শতাধিক লড়াইয়ের ঘটনা তুলে ধরা হয়েছে নতুন এই গবেষণাগ্রন্থে।

‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’ বইটি প্রকাশ করে কথাপ্রকাশ। বইটি নিয়ে কথাপ্রকাশের কর্ণধার জসিম উদ্দিন বলেন, ‘এদেশে যে কজন গুণী মানুষ একক প্রচেষ্টায় গবেষকের দৃষ্টিতে মুক্তিযুদ্ধের বিস্মৃত ইতিহাস তুলে আনার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তাঁদের মধ্যে সালেক খোকন অগ্রগণ্য। নিভৃতচারী এ লেখক এক যুগেরও অধিক সময় ধরে মুক্তিযুদ্ধে আমাদের গৌরব, বেদনা ও সাহসের ইতিহাস শোনাতে ব্রতী হয়েছেন, যা ছিল অন্তরালে।বরাবরের মতো এবারও সালেক খোকনের গবেষণাধর্মী লেখা পাঠকদের কাছে ‍তুলে ধরতে পেরে আমরাও আনন্দিত।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top