সকল মেনু

সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক

ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন ব্যাটার হ্যারি ব্রুক। সদ্য পদত্যাগ করা জস বাটলারের স্থলাভিষিক্ত হলেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।

আজ সোমবার (৭ এপ্রিল) তাকে আনুষ্ঠানিকভাবে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

পাকিস্তানে অনুষ্ঠিত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের ব্যর্থতার পর পদত্যাগ করেছিলেন জস বাটলার। এরপর থেকেই নানা গুঞ্জন, আলোচনা– সাদা বলে ইংলিশদের পরবর্তী কাপ্তান কে হবেন। অবশেষে জানা গেলো, সহ-অধিনায়ক থেকে পদোন্নতি পেয়েছেন হ্যারি ব্রুক।

গত এক বছরে সাদা বলে ইংলিশদের সহ-অধিনায়ক ছিলেন ব্রুক। এর আগে, অনূর্ধ্ব-১৯ ইংল্যান্ড দলের অধিনায়কত্ব করেছেন তিনি। পাশাপাশি, ‘দ্য হান্ড্রেড’-এ নর্দার্ন সুপারচার্জার্স দলকেও নেতৃত্ব দিয়েছেন।

গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে বাটলার ইনজুরিতে পড়লে অন্তর্বর্তী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এই তরুণ ব্যাটার।

অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর এক বিবৃতিতে ব্রুক জানিয়েছেন, ইংল্যান্ড দলের সাদা বলের অধিনায়ক হওয়া আমার জন্য বিশেষ সম্মানের। ছোট থেকেই আমি ইংল্যান্ডের হয়ে খেলতে চেয়েছি, একদিন নেতৃত্ব দেয়ার স্বপ্নও দেখেছি। এখন সেই সুযোগ পাওয়াটা আমার কাছে অনেক বড় বিষয়।

ইংল্যান্ডের হয়ে ২৬ ওয়ানডেতে ৩৪ গড়ে ৮১৬ রান করেছেন ব্রুক। ৪৪ টি-টোয়েন্টিতে ২৮.৫০ গড়ে ৭৯৮ রান করেছেন। স্ট্রাইক রেট ১৪৬.১৫। টি-টোয়েন্টি দলের হয়ে ২০২২ বিশ্বকাপও জিতেছেন এই ব্যাটার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top