ফিলিস্তিনের গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল। এই ইসরাইলের সামরিক খাতে ব্যবহৃত হচ্ছে মাইক্রোসফটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। এ নিয়ে কর্মীদের তোপের মুখে পড়েছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সামনে নজিরবিহীন প্রতিবাদ জানিয়েছেন দুই কর্মী—ইবতিহাল আবুসাদ এবং বানিয়া আগারওয়াল।
মঞ্চের দিকে এগোতে এগোতে গলা উঁচিয়ে তিনি বলেন, মুস্তাফা, তোমার লজ্জা হওয়া উচিত। দাবি করছ যে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে তোমরা মানবজাতির কল্যাণের জন্য ব্যবহার করো। কিন্তু সাধারণ মানুষকে মারতে, ইসরাইলের অস্ত্রকে আরও উন্নত করতে, তেল আবিবকে কৃত্রিম বুদ্ধিমত্তা সরবরাহ করো তোমরা। ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছে, আর তোমরা সেই কাজকে উৎসাহিত করছ, সহযোগিতা করছ!
এ সময় কৌশলী অবস্থান নেন মাইক্রোসফট এআই বিভাগের সিইও মুস্তাফা। তিনি বলেন, তোমার প্রতিবাদের জন্য ধন্যবাদ। আমি শুনছি তোমার প্রতিবাদের কথা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।