বাংলায় জমিদারি প্রথা বিলীন হয়েছে অনেক আগেই। কিন্তু তাদের রেখে যাওয়া ইতিহাস, ঐতিহ্য ও প্রাচীন স্থাপত্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর মধ্যে কুমিল্লার লাকসামে নবাব ফয়জুন্নেছা জমিদারবাড়ি অন্যতম। ব্রিটিশ আমলের কারুকার্যে নির্মিত এই জমিদারবাড়ি। এটি নবাববাড়ি নামেও পরিচিত। কুমিল্লা শহর থেকে ২০ কিলোমিটার দক্ষিণে ডাকাতিয়া নদীর পাড়ে অবস্থিত সাদা রঙের বিশাল প্রাসাদটি। তৎকালীন ভারতবর্ষের একমাত্র নারী নবাব ‘ফয়জুন্নেছা চৌধুরানী’ ১৮৭১ সালে এই জমিদারবাড়ি প্রতিষ্ঠা করেন। ছোটখাটো কিন্তু বেশ দৃষ্টিনন্দন নকশার দক্ষিণমুখী বাড়িটি বর্তমানে জাদুঘরে পরিণত হয়েছে। নবাব ফয়জুন্নেছা চৌধুরানী ছিলেন দক্ষিণ এশিয়ার একমাত্র মহিলা নবাব ও নারীশিক্ষার পথিকৃৎ। তিনি ছিলেন ভারত ও এশিয়ার প্রথম নারী নবাব। শিক্ষা ও উন্নয়নমূলক কাজে তার ছিল অসামান্য অবদান। বাংলাদেশ জাতীয় জাদুঘরের শাখা হিসাবে ২০২৩ সালের ৬ নভেম্বর লাকসামের নবাব ফয়জুন্নেছা জমিদারবাড়িটি জাদুঘর হিসাবে উদ্বোধন করা হয়। এ স্থাপনা দেখতে প্রতিদিন দেশবিদেশের পর্যটকদের উপস্থিতি দেখা যায়। আশপাশে বেড়ানোর জন্য দর্শনীয় অনেক স্থান রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।