সড়ক ধরে চলে যাচ্ছে খাটসহ একটি বিছানা, এক ব্যক্তি বিছানায় রাখা কোলবালিশে বাঁ হাত রেখে আরাম করে বসে আছেন। ডান হাত দিয়ে একটি স্টিয়ারিং ঘোরাচ্ছেন। সম্প্রতি অনলাইনে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়। সেখানেই দেখা যায় এই চিত্র।
নওয়াবের সেই বিছানা–গাড়ির ওপর ম্যাট্রেস পাতা। তার ওপর উজ্জ্বল রঙের চাদর, বালিশ। বিছানার পায়ের দিকের অংশে আবার দুটি সাইড মিরর লাগানো।
ইনস্টাগ্রামে নওয়াবের বিছানা–গাড়ি চালানোর ভিডিওটি পোস্ট করার পর সেটি ভাইরাল হয়ে যায়। অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিওটি ছড়িয়ে পড়ে।
ওই ভিডিওর নিচে মন্তব্যের ঘর নানা মন্তব্যে ভরে ওঠে। একজন লেখেন, ভারত নতুনদের জন্য নয়।
আরেকজন লেখেন, রোলস–রয়েস থেকে ৬৯টি মিসড কল এসেছে। অন্য আরেকজন লেখেন, এমনটা কেবল ভারতেই দেখা যায়। সড়কে এমন একটি গাড়ি চালানোর অনুমতি নওয়াবের আছে কি না, তা নিয়েও অনেকে প্রশ্ন তোলেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এক বছরের বেশি সময় ধরে পরিশ্রম করে গাড়িটি তৈরি করেছেন নওয়াব। এ জন্য তার ব্যয় হয়েছে দুই লাখ রুপি।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নওয়াবের গাড়ির প্রশংসা করলেও পুলিশ গাড়িটি আটকে দিয়েছে। এমনকি সেটি খুলেও ফেলা হয়েছে। কারণ, গাড়িটির কারণে মুর্শিদাবাদের রানীনগর-দমকল সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।