তিন মাসের জন্য আপাতত পাল্টা শুল্ক স্থগিত করলেও বেশ কিছু খাতে বহাল রয়েছে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক। যার সবচেয়ে বড় উদাহরণ কানাডা-মেক্সিকো। হোয়াইট হাউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিশ্বের অধিকাংশ দেশের ওপর সার্বজনীন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হলেও তার আওতায় পড়েনি এই দুই প্রতিবেশী। কিন্তু কানাডা-মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যে বহাল থাকবে পূর্বনির্ধারিত ২৫ শতাংশ শুল্ক। যেসব পণ্য ত্রিদেশীয় বাণিজ্যিক চুক্তির আওতায় পড়বে না, তাদের ক্ষেত্রেই শুধু কার্যকর থাকবে এই শুল্ক। এছাড়াও, দুদেশ থেকে রফতানি হওয়া আরও নির্দিষ্ট কিছু পণ্যের ওপর বহাল থাকবে ১০ শতাংশ শুল্কারোপ।
অন্যদিকে, বিশ্বব্যাপী আরোপিত গাড়ি ও যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ শুল্কও কার্যকর থাকবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপরও ২৫ শতাংশ শুল্ক বজায় থাকবে।
উল্লেখ্য, বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর আরোপিত নতুন শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।