সকল মেনু

বিশ্বব্যাপী প্রবৃদ্ধি কমার পূর্বাভাস আইএমএফের, বাংলাদেশের ক্ষেত্রে অপরিবর্তিত

চলতি বছর বিশ্বব্যাপী প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২ দশমিক ৮ শতাংশ নির্ধারণ করলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আর বাংলাদেশের ক্ষেত্রে অপরিবর্তিত রয়েছে ৩ দশমিক ৮ শতাংশের পূর্বাভাস। তবে, বিশ্ব বাজারে অস্থিতিশীলতার প্রভাব এই দেশেও পড়তে পারে, এমন শঙ্কা অর্থনীতিবিদদের।

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন সভায় প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুকের নতুন প্রতিবেদন এ তথ্য জানানো হয়।

গত জানুয়ারিতে চলতি বছরের বৈশ্বিক প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩ শতাংশের পূর্বাভাস দিয়েছিল আইএমএফ। তবে ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি, বাণিজ্য যুদ্ধ, পুঁজিবাজারে অস্থিরতার জেরে তা কমানো হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ।

প্রত্যাশার তুলনায় কমবে মূল্যস্ফীতি হ্রাসের গতিও। যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধিতেও পড়বে প্রভাব। দেশটির জন্য গত বছরের ২ দশমিক ৮ শতাংশ থেকে কমে ১ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আইএমএফ।

আইএমএফের প্রধান অর্থনীতিবিদ পিয়েরে অলিভিয়ের বলেন, বাণিজ্য উত্তেজনা ও অনিশ্চয়তা বাড়তে থাকলে বৈশ্বিক প্রবৃদ্ধির গতি কমে যাবে। আমাদের গবেষণা প্রতিবেদন বলছে, চলতি বছর প্রবৃদ্ধি দাঁড়াবে ২ দশমিক ৮ শতাংশে। আগামী বছর তা দাঁড়াবে ৩ শতাংশে। বিশ্ব অর্থনীতির জন্য একটি স্পষ্ট, স্থিতিশীল ও প্রত্যাশিত বাণিজ্যিক পরিবেশ দরকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top