ইতালিয়ান কাপের সেমি-ফাইনালের ফিরতি লেগে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে ৩-০ গোলে হারিয়েছে এসি মিলান। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে এগিয়ে থেকে, শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে দলটি। এতে চলতি মৌসুমে লিগ ও চ্যাম্পিয়নস লিগের রেসে টিকে থাকলেও দেশের কাপ প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ায়, ট্রেবল স্বপ্ন শেষ হয়ে গেল ইন্টারের।
বুধবার (২৩ এপ্রিল) সান সিরোয় মুখোমুখি হয় দু’দল। ম্যাচে এসি মিলানের হয়ে জোড়া গোলের দেখা পান লুকা ইয়োভিচ। একটি গোল করেন রেইনডার্স।
ম্যাচে শুরু থেকেই ইন্টারের উপর আধিপত্য বজায় রেখে খেলতে থাকে এসি মিলান। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে জালের দেখা পাচ্ছিল না কেউই। প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হন উভয় দলের ফরোয়ার্ডরাই।
ম্যাচের ৩৬তম মিনিটে ডেডলক ভাঙার সুযোগ পায় এসি মিলান। দুর্দান্ত এক হেডে দলকে লিড এনে দেন ইয়োভিচ। ১-০ গোলের লিডে থেকে বিরতিতে যায় এসি মিলান।
বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও জালের দেখা পায় লিডধারীরা। পুনরায় স্কোর শিটে নাম লেখান ইয়োভিচ। ম্যাচের শেষ দিকে ইন্টারের কফিনে শেষ পেরেক ঠুকেন ডাচ মিডফিল্ডার রেইনডার্স।
চলতি মৌসুমে ইতালিয়ান লিগ সেরি আয় ইন্টার মিলান ছুটছে শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে। পাশাপাশি তারা জায়গা করে নিয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ চারে। অপরদিকে, এসি মিলান লিগ শিরোপা লড়াই থেকে অনেক আগেই ছিটকে গেছে, আর ইউরোপ সেরার মঞ্চে তো তারা নকআউট পর্বেই উঠতে পারেনি। চলতি মৌসুমে এই দুই দলের পারফরম্যান্সের ফারাকটা তাই চোখে পড়ার মতো।
উল্লেখ্য, আগামী ১৪ই মে অনুষ্ঠিত হবে কোপা ইতালিয়ার মেগা ফাইনাল। অপর সেমিফাইনাল শেষে জানা যাবে শিরোপা নির্ধারণী ম্যাচে এসি মিলানের প্রতিপক্ষ হচ্ছে কারা। চলতি মৌসুমে এই শিরোপাটি অন্তত জিততে চাইবে তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।