সকল মেনু

ফেসবুকে পছন্দের রিলস যেভাবে ড্রাফট করবেন

চীনা প্রতিষ্ঠান টিকটক ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠার পর তাদের পথ অনুসরণ করতে শুরু করেছে ইউটিউব ও ফেসবুক। এই সামাজিক মাধ্যম দুটি তাদের নিজের প্লাটফর্মে ব্যবহারকারীদের ধরে রাখতে চালু করেছে ছোট ভিডিও দেওয়ার ফিচার। ইউটিউবে এটা বলে ‘শর্টস’ আর ফেসবুকে এসব ভিডিওকে বলে রিলস।

সেভ করা রিলসগুলো ড্রাফট ফোল্ডারে পাওয়া যায়। তবে অনেকে ড্রাফট ফোল্ডারটি কোথায় রয়েছে, তা জানেন না। তবে খুব সহজেই এই ফোল্ডার খুঁজে পাওয়া যায়। ফোল্ডারটিতে সব খসড়া রিলস থাকে।

ফেসবুকে রিলস ড্রাফট করবেন যেভাবে

১. অ্যান্ড্রয়েড বা আইফোনে ফেসবুক চালু করুন।

২. এবার ওপরের দিকে থাকা ‘+’ আইকনে ট্যাপ করুন।

৩. এখন ‘রিল’ অপশনে ট্যাপ করুন।

৪. ছবি দিয়ে রিল তৈরির জন্য একটি বা একাধিক ছবি নির্বাচন করুন। একাধিক ছবি নির্বাচনের ক্ষেত্রে ‘সিলেক্ট মাল্টিপল’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর ছবিগুলোর ওপর ট্যাপ করে সেগুলো নির্বাচন করতে পারবেন।

ভিডিও রিল তৈরি জন্য গ্যালারির পাশে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন। অপশনগুলো থেকে ‘ভিডিও’ বাছাই করুন। এর ফলে ফোনের গ্যালারিতে থাকা ভিডিওগুলো দেখা যাবে।

৫. এখন রিলসটি সেভ করার জন্য ডানপাশের ‘সেভ বাটনে’ ট্যাপ করুন।

ফলে স্বংয়ক্রিয়ভাবে রিলসটি ড্রাফট ফোল্ডারে সেভ হয়ে থাকবে। এরপর বাম পাশের ওপরের দিকে থাকা তীর চিহ্নে ট্যাপ করে রিলস তৈরি পেজ থেকে বেরিয়ে যেতে পারবেন।

ফেসবুকের রিলসের ড্রাফট ফোল্ডার খুঁজে পাবেন যেভাবে

১. অ্যান্ড্রয়েড বা আইফোনে ফেসবুক চালু করুন।

২. এবার ওপরের দিকে থাকা ‘+’ আইকনে ট্যাপ করুন।

৩. এখন ‘রিল’ অপশনে ট্যাপ করুন।

৪. এখন ওপরের দিকে থাকা ‘ড্রাফটস’ ফোল্ডারটি দেখতে পাবেন। এর ওপর ট্যাপ করুন। এখন সব খসড়া রিল এই ফোল্ডারে দেখা যাবে। পছন্দের রিলসের ওপর ট্যাপ করে রিলসটি এডিট করে পোস্ট করা যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top