সকল মেনু

গোসল ফরজ অবস্থায় সিজদার আয়াত শুনলে করণীয়

প্রশ্ন: গোসল ফরজ অবস্থায় কেউ যদি সিজদার আয়াত শোনে তাহলে পবিত্রতা অর্জন করার পর তার ওপর ওই সিজদা আদায় করা কি ওয়াজিব?

উত্তর: হাঁ, গোসল ফরজ অবস্থায় সিজদার আয়াত শুনলে তিলাওয়াতে সিজদা ওয়াজিব হয়। তাই পবিত্রতা অর্জনের পর তাকে উক্ত তিলাওয়াতে সিজদা আদায় করতে হবে।

হযরত ইবরাহীম নাখায়ী রহ. ও সাঈদ ইবনে জুবাইর রহ. বলেন- গোসল ফরজ অবস্থায় সিজদার আয়াত শুনলে গোসল করার পর সে উক্ত সিজদা আদায় করবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৪৩৪৬)

তবে হায়েয, নেফাস অবস্থায় সিজদার আয়াত শুনলে সিজদা ওয়াজিব হয় না। তাই এক্ষেত্রে পবিত্র হওয়ার পর সিজদা আদায় করতে হবে না।

হাম্মাদ রহ. বলেন- আমি সাঈদ ইবনে জুবাইর রহ. ও ইবরাহীম নাখায়ী রহ.-কে জিজ্ঞাসা করেছি যে, হায়েয অবস্থায় কোনো নারী যদি সিজদার আয়াত শোনে তাহলে উক্ত সিজদা আদায় করা লাগবে কি না?

এর উত্তরে তারা উভয়ে বললেন, তাকে সিজদা আদায় করতে হবে না। নামায সিজদা থেকে আরও গুরুত্বপূর্ণ। (অথচ উক্ত অবস্থায় তার উপর সেটি ফরজ নয়)। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৪৩৪৮)

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top