বলিউড অভিনেতা টাইগার শ্রফকে হত্যার হুমকির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মোবাইল ফোনের কল রেকর্ড সংগ্রহ করে তদন্তে নামে পুলিশ। পরে পাঞ্জাবের কপুরথলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ওই ব্যক্তির নাম, মণিষ কুমার সুজিন্দার সিং। বয়স ৩৫।
গ্রেফতার ব্যক্তি পুলিশকে জানিয়েছে, এক সিকিউরিটি এজেন্সির মালিক তাকে টাইগার শ্রফকে হত্যা করার জন্য ভাড়া করেছে। তাকে একটি রিভলভার গান এবং নগদ ২ লাখ ৮৬ হাজার টাকা দেয়া হয়েছিল এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য।
লোকমত টাইমসের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছে, কাজের অনিয়মিত উপস্থিতির কারণে বেতনের কাটছাঁট হওয়ায় ক্ষুব্ধ হয়ে এবং প্রতিশোধের মনোভাব থেকে মণিষ এই মিথ্যা গল্প সাজান। তার লক্ষ্য ছিল নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফাঁসানো এবং কোম্পানির সুনাম ক্ষুণ্ণ করা।
এদিকে, মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করার অভিযোগে খার থানার পুলিশ মণিষ কুমার সিংয়ের বিরুদ্ধে আইপিসির ৩৫৩(২), ২১২ এবং ২১৭ ধারায় মামলা দায়ের করেছে।
প্রসঙ্গত, টাইগার শ্রফ বর্তমানে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বাঘি ৪’-এর শুটিংয়ে ব্যস্ত। চলতি মাসের শুরুতে নিজের ৩৫তম জন্মদিন উপলক্ষে তিনি ছবিটির নতুন পোস্টার প্রকাশ করেন, যেখানে তার চরিত্র রনি-কে আরও কঠিন ও রুক্ষ চেহারায় দেখা যায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।