দেশে বিদেশে ঘুরতে গেলে আবাসিক হোটেলে থাকতে হয়। বেড়াতে গিয়ে যদি লুকানো ক্যামেরার ভয়ে থাকতে হয় তাহলেতো ভ্রমণের আনন্দই মাটি। স্মার্টফোন দিয়েই পরীক্ষা করে নিতে পারেন লুকানো ক্যামেরা আছে কিনা।
এক. হোটেল রুমের সব আলো বন্ধ করে দিয়ে স্মার্টফোনের ফ্ল্যাশলাইটের আলো এয়ার ভেন্ট, ধোঁয়া শনাক্তকারী যন্ত্র, ঘড়ি বা আয়নার মতো জায়গায় ফেলতে পারেন। আলোয় যদি ক্ষুদ্র কোনো প্রতিফলিত বস্তু দেখতে পান তাহলে অবশ্যই বস্তুটি ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে।
দুই. গোপন ক্যামেরা থেকে নির্গত অনেক বেশি লাল বা ইনফ্রারেড হয়ে থাকে। কক্ষের আলো নিভিয়ে স্মার্টফোনের ক্যামেরা চালু করতে হবে। এরপর ক্যামেরা দিয়ে সন্দেহজনক স্থানগুলোর ছবি তুলতে হবে। ক্যামেরার স্ক্রিনে যদি ক্ষুদ্র আলোকবিন্দু বা ঝলক দেখা যায়, তাহলে ইনফ্রারেড আলোর উৎস হতে পারে।
প্রিন্ট/ডাউনলোডঃ ২৯ এপ্রিল, ২০২৫, রাত ৩:০২
সম্পাদক: সানি আজাদ
প্রকাশক: মিসেস সানি আজাদ