বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এবার ইনস্টাগ্রামের মতো স্ট্যাটাসে পছন্দের গান ব্যবহার করা যাবে।
বিটা ইউজাররা আপাতত এই ফিচার ব্যবহার করতে পারছেন। তবে খুব শিগগিরই ব্যবহারকারীর এ ফিচার সুবিধা নিতে পারবেন। এর কার্যকারিতা অনেকটা ইনস্টাগ্রামের মিউজিক ক্যাটালগের মতো হবে।
হোয়াটসঅ্যাপের আপডেট সেকশনে এই ফিচার রয়েছে। এখান থেকে ফিচার অন করে স্ট্যাটাসে মিউজিক যোগ করতে পারবেন ইউজাররা। ছবি শেয়ার করলে ১৫ সেকেন্ডের, আর ভিডিও শেয়ার করলে ৬০ সেকেন্ডের অডিও যোগ করা যাবে। ব্যবহারকারী তার পছন্দের শিল্পী বা অ্যালবাম থেকে মিউজিক বেছে নিতে পারবেন। স্ট্যাটাসে এই মিউজিক থাকবে ২৪ ঘণ্টা পর্যন্ত।
স্ট্যাটাসে মিউজিক যোগ করার পদ্ধতি জেনে নিন-
১. প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
২. এবার অ্যাপের নিচে থাকা আপডেটস বাটনে ক্লিক করুন।
৩. সেখান থেকে অ্যাড স্ট্যাটাস নির্বাচন করুন।
৪. যে টেক্সট, ভয়েস, ছবি, বা ভিডিও যোগ করতে চান সেটি বেছে নিন। চাইলে ক্যামেরা অপশন ব্যবহার করে ছবি বা ভিডিওও ক্যাপচার করাও যাবে।
৫. মিডিয়া নির্বাচন করার পর, স্ক্রীনের উপরে থাকা মিউজিক আইকনে ক্লিক করতে হবে।
৬. এবার গান বেছে নেওয়ার পালা। ইউজার যে কোনো একটি গান বেছে নিতে পারবেন।
৭. পছন্দসই গান নির্বাচন করার পর, ‘ডান’ অপশনে ক্লিক করুন।
৮. তারপর নিচের ডান দিকের সবুজ আইকনে ট্যাপ করলেই মিউজিক সহ স্ট্যাটাস আপলোড হয়ে যাবে।
প্রিন্ট/ডাউনলোডঃ ২৮ এপ্রিল, ২০২৫, রাত ১১:৫৭
সম্পাদক: সানি আজাদ
প্রকাশক: মিসেস সানি আজাদ