অবশেষে জোট সরকার গঠন করতে যাচ্ছে জার্মানির ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। বুধবার (৯ এপ্রিল) চুক্তির বিষয়টি জানায় সিডিইউ এবং এসপিডি’র শীর্ষ নেতারা।
এর আগে ১৯ দফা বৈঠক হয় দল দু’টির মধ্যে। তৈরি করা হয়েছে জোট সরকারের রূপরেখা। তবে পৃথক সম্মেলনের মাধ্যমে দলীয় নেতৃবৃন্দ এবং কর্মীদের সমর্থনের পর তা বাস্তবায়ন করা যাবে বলে জানিয়েছেন দল দু’টির শীর্ষ নেতারা।
এর আগে গত ফেব্রুয়ারিতে জার্মানির সাধারণ নির্বাচনে ২৮ শতাংশের বেশি ভোট পেয়ে জয়লাভ করে ফ্রেডরিক মারৎজ নেতৃত্বাধীন সিডিইউ পার্টি। এরপর সরকার গঠন ছাড়াই গত মাসে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় জার্মান পার্লামেন্ট বুন্দেসট্যাগে।
প্রিন্ট/ডাউনলোডঃ ২৯ এপ্রিল, ২০২৫, রাত ৪:২৬
সম্পাদক: সানি আজাদ
প্রকাশক: মিসেস সানি আজাদ