চীনের ওপর শুল্ক আরও বাড়ালো যুক্তরাষ্ট্র। বেইজিংয়ের প্রতিশোধমূলক পদক্ষেপের কারণে দেশটিকে ১৪৫ শতাংশের পরিবর্তে ২৪৫ শতাংশ শুল্ক দিতে হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
চলতি মাসের শুরুর দিকে বিশ্বের বহু দেশের পাশাপাশি চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক চাপান মার্কিন পেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন পাল্টা শুল্কারোপ করলে ট্রাম্প আরও ৫০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন। এতে মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় ৮৪ শতাংশ। তার সঙ্গে পূর্বের ২০ শতাংশ শুল্ক যুক্ত করলে মোট শুল্ক দাঁড়ায় ১০৪ শতাংশে। এরপরও থামেননি ট্রাম্প। আরও এক দফায় শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করেন।
গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) সেই শুল্কের পরিমাণ আরও বাড়িয়ে ১৪৫ শতাংশ করা হয়। এর পরদিনই শুক্রবার (১১ এপ্রিল) শুল্ক বৃদ্ধি করে পাল্টা জবাব দেয় বেইজিংও। ঘোষণা দেয়া হয় ৮৪ নয়, এবার থেকে মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ আমদানি শুল্ক ধার্য করা হচ্ছে।
জবাবে চীনা পণ্যের ওপর শুল্ক আরও ১০০ শতাংশ বাড়ালো যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৫ এপ্রিল) হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিশোধমূলক পদক্ষেপের ফলে চীনা পণ্য এখন থেকে যুক্তরাষ্ট্রে ২৪৫ শতাংশ পর্যন্ত শুল্কের মুখোমুখি হবে। তারা এই পদক্ষেপকে ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট ট্রেড পলিসি’র অংশ হিসেবে উল্লেখ করেছে।
প্রিন্ট/ডাউনলোডঃ ২৯ এপ্রিল, ২০২৫, রাত ৪:২৬
সম্পাদক: সানি আজাদ
প্রকাশক: মিসেস সানি আজাদ