মাত্র ১৪ বছর বয়সে ইতিহাস গড়ে আইপিএলে অভিষেক হয়েছে ভারতের তরুণ ব্যাটার বৈভব সুরিয়াবংশীর। অভিষেকেই নিজের ঝলক দেখিয়েছিলেন ক্রিকেটপ্রেমীদের। বিশাল এক ছক্কা হাঁকিয়ে সেই ম্যাচে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে করেছিলেন ১৬ রান, যেখানে ছিল দুটি ছক্কা। কিন্তু বৈভবকে নিয়ে সবাই স্বপ্ন দেখলেও সন্তুষ্ট হতে পারছেন না দেশটির সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ। অল্প বয়সে তারকাখ্যাতির ব্যাপারটা আমলে না নিয়ে, ভিরাট কোহলিকে অনুসরণ করতে সুরিয়াবংশীকে উপদেশ দেন তিনি।
তরুণ এই ক্রিকেটারকে দীর্ঘ ক্যারিয়ারের পাশাপাশি পারফরম্যান্স গ্রাফের ঊর্ধ্বমুখী রেশ বজায় রাখার স্বার্থেই সংযত থাকতে বলেছেন শেবাগ। জানিয়েছেন, বৈভব যদি এখনি নিজেকে কোটিপতি ভাবা শুরু করে তাহলে পরের আইপিএলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না।
শেবাগ বলেন, তিনি অনেক ক্রিকেটারকে দেখেছেন যারা একটি বা দুটি ম্যাচ খেলার পর বিখ্যাত হয়েছে। এরপর তারা হারিয়ে গেছে। কারণ তারা নিজেদের তারকা ভাবতে শুরু করেছিল।
অবশ্য বৈভবকে এক টোটকাও দিয়েছেন শেবাগ। তার ব্যাটিংয়ে দ্রুত ছয় মারার প্রবণতা এবং তাড়াহুড়ো করার মনোভাব লক্ষ্য করেছেন ভারতীয় এই সাবেক। সে কারণেই তাকে ধৈর্য ধরে খেলার বিষয়ে সতর্ক করেছেন।
শেবাগের মতে, কোহলির মতো কোনো খেলোয়াড়ের কাছ থেকে বৈভবের শেখা উচিত এবং কমপক্ষে ২০ বছর আইপিএল খেলা উচিত। কেননা ভিরাট ১৮ মৌসুম খেলেছে এই টুর্নামেন্টে। তার অভিষেক হয়েছিলো ১৯ বছর বয়সে।
উল্লেখ্য, এবারের আইপিএলে ৩০ লাখ টাকা ভিত্তিমূল্যে মেগা নিলামে ওঠেন বিহারের বৈভব। রাজস্থান রয়্যালসের কাছে ১ কোটি ১০ লাখ রুপিতে বিক্রি হন তিনি। পরে ৮ ম্যাচ পর লাখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে সুযোগ পান বৈভব। সেই ম্যাচে ২০ বলে ৩৪ রান করেছিলেন তিনি।
প্রিন্ট/ডাউনলোডঃ ২৯ এপ্রিল, ২০২৫, রাত ৪:২৬
সম্পাদক: সানি আজাদ
প্রকাশক: মিসেস সানি আজাদ